বিদেশ

আমেরিকায় ফের টর্নেডোর তাণ্ডব, মৃত ২১, আহত বহু

ফের আমেরিকায় আছড়ে পড়ল একাধিক শক্তিশালী টর্নেডো। গত, শুক্রবার আমেরিকার একাধিক জায়গায় টর্নেডো আছড়ে পড়ার খবর সামনে এসেছে। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক শক্তিশালী টর্নেডোর দাপটে খড়কুটোর মতো উড়ে গিয়েছে বহু বাড়ি। ভেঙে পড়েছে গাছ। মৃত্যু হয়েছে ২১ জনের। জখম বহু। যদিও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গিয়েছে। শক্তিশালী টর্নেডোর দাপটে আমেরিকার দক্ষিণ ও পশ্চিম-মধ্যের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওয়েন, লুইস, মার্শাল, রাদারফোর্ড, ক্যানন, ম্যাকনের মতো এলাকায় রাতারাতি একাধিক টর্নেডো আছড়ে পড়ে। মিসিসিপি, আরকানশাস, আলাবামাতেও ঝড়ের তাণ্ডব দেখা গিয়েছে। স্থানীয় সময় শনিবারেও ঝড়-বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে একাধিক জায়গায় জারি হয়েছে সতর্কতা। গত সপ্তাহের টর্নেডোর দাপটে আমেরিকায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। মাত্র এক সপ্তাহের মধ্যে ফের টর্নেডো আছড়ে পড়ায় লন্ডভন্ড আমেরিকার একাধিক গুরুত্বপূর্ণ শহর।