আমেরিকার মেইন প্রদেশের লুইসটন শহরে বন্দুকবাজের হানায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছে ৬০জন। জানা গিয়েছে, এদিন একটি রেস্তোরাঁয় ঢুকে হামলা চালায় আততায়ী। হামলাকারীর এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বহু মানুষ। এই ঘটনায় ২২ জনের মৃত্যু ছাড়াও একাধিক মানুষ জখম হয়েছেন বলে খবর। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ। আততায়ীর একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বন্দুকবাজ ঘটনাস্থল থেকে পালিয়েছে বলে খবর। তাকে পাকড়াও না করা অবধি এলাকায় কাউকে বেরোতে নিষেধ করা হয়েছে। বন্দুকবাজ ধরা না পড়া অবধি বন্ধ রাখতে বলা হয়েছে দোকানপাট, রেস্তোরাঁ।