ইরান-ইজরায়েল সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি ৷ এই আবহে দুই দেশে আটকে পড়া নাগরিকদের ফেরাতে উদ্যোগী নয়াদিল্লি ৷ ‘অপারেশন সিন্ধু’-র মাধ্যমে এবার ইরান থেকে নিরাপদে দেশে ফিরলেন আরও ২৮২ জন ভারতীয় ৷ মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে এই বিশেষ বিমান ৷ এই নিয়ে এখনও পর্যন্ত ইরান থেকে মোট ২ হাজার ৮৫৮ জন ভারতীয় দেশে ফিরলেন ৷ বিষয়টি নিশ্চিত করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ তিনি লেখেন, “ইরান থেকে আরও ২৮২ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে ৷ ২৫ জুন, মাশাদ থেকে তাঁদের নিয়ে নয়াদিল্লির বিমানবন্দরে অবতরণ করে বিশেষ বিমান ৷ এই নিয়ে ইরান থেকে এখনও পর্যন্ত মোট ২৮৫৮ জন ভারতীয়কে উদ্ধার করা হল ৷” ইউরেনিয়ামের সমৃদ্ধিকরণ এবং পারমাণবিক অস্ত্র তৈরিকে কেন্দ্র যুদ্ধের বাতাবরণ তৈরি হয় মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইজরায়েলে ৷ হামলা-পাল্টা হামলার জেরে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ মঙ্গলবার যুদ্ধবিরতিতে সম্মতি জানানোর আগে পর্যন্ত পরিস্থিতে কোনও পরিবর্তন আসেনি ৷ বরং, আমেরিকার যোগদানের ফলে সংঘাতের ঝাঁঝ আরও বাড়তে থাকে ৷ এই আবহে, দুই দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে নয়াদিল্লি ৷ মধ্যপ্রাচ্যের দেশ দু’টি থেকে নাগরিকদের ফেরানোর জন্য ‘অপারেশন সিন্ধু’ অভিযান শুরু করে ভারত ৷ গত ১৯ জুন থেকে শুরু হয় এই অভিযান ৷ বুধবার দিল্লির বিমানবন্দরে পৌঁছিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভারতীয়রা ৷ ইরান থেকে তাঁদের সুরক্ষিতভাবে দেশে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এবং ইরানে ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানান তাঁরা ৷ উদ্ধার হওয়া এক ভারতীয় জানান, শেষ কয়েকদিনে পরিস্থিতিতে খানিক পরিবর্তন এসেছে ইরানে ৷ তিনি বলেন, “২-৩ দিন আগে পর্যন্ত সবকিছুই অনিশ্চিত ছিল ৷ তবে, শেষ কয়েকদিনে পরিবর্তন এসেছে ৷ আমাদের নিরাপত্তায় ভারতীয় দূতাবাস সমস্ত ব্যবস্থা করে দিয়েছে ৷ কোনও সমস্যায় পড়তে হয়নি ৷”


