জেলা

হাওড়া-আমতা লোকালের ৩টি কামরা লাইনচ্যুত, আহত একাধিক, ব্যাহত ট্রেন চলাচল

হাওড়ার জগৎবল্লভপুরের লাইনচ্যুত হল হাওড়া-আমতা লোকাল। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। যদিও বড় দুর্ঘটনা না হলেও এই লাইনচ্যুতির জেরে কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে তিন জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার হাওড়ার জগৎবল্লভপুরের কাছে হাওড়া-আমতা লোকালের তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। লোকাল ট্রেনটি হাওড়া থেকে আমতার দিকে যাচ্ছিল । কিন্তু মাজু হল্ট স্টেশনে ঢোকার আগে জগৎবল্লভপুরের যাদববাটি এলাকার এলাকার কাছে হাওড়া-আমতা লোকালের তিনটি কামরা হঠাৎই বেলাইন হয়ে যায়। কী কারণে ট্রেন লাইনচ্যুত হল, সে ব্যাপারটি নিয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে যাত্রীদের একাংশের দাবি, রেললাইনে ফাটল থাকার দরুণ এই দুর্ঘটনা ঘটেছে। তবে জানা গিয়েছে, ট্রেনের গতি কম থাকায় যাত্রীদের বড় কোন বিপদ ঘটেনি। আপাতত রেলের তরফ থেকে এই দুর্ঘটনার বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে রেলের তরফ থেকে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় ওই শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল ।