জেলা

সোশ্যাল সাইটের পরিচয়! প্রেমের টানে বৈধ কাগজ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে এসে গ্রেফতার যুবক

পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সোশ্যাল সাইটের সেই পরিচয় ক্রমে গড়ায় প্রেমের সম্পর্কে। আর প্রেমিকার সঙ্গে দেখা করতে বাংলাদেশ থেকে উপযুক্ত নথি ছাড়া ভারতে এসে গ্রেফতার হলেন যুবক। বৃহস্পতিবার ওই বাংলাদেশি যুবককে আদালতে পেশ করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত যুবকের নাম নাম রানা শেখ। ১৮ বছর বয়স তাঁর। নিজেকে অনাথ পরিচয় দেওয়া রানা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুর্শিদাবাদের হরিহরপাড়ার নসিপুর এলাকার বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। আর সেই প্রেমের টানে বৈধ কাগজ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন রানা। আর সেই কারণে তাঁকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। শুধু রানা নয়, অনুপ্রবেশে সহযোগিতা করার জন্য গ্রেফতার করা হয়েছে রানার প্রেমিকা ও রানার এক ভারতীয় বন্ধুকেও। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে প্রায় সাড়ে তিনমাস আগে প্রেমিকার সঙ্গে দেখা করতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন সোহেল। ভারতে আসার পর পুলিশের ভয় তাঁকে তারা করে বেড়াচ্ছিল। তাই ফেসবুকে পূর্ব পরিচিত এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি রানার সেই বন্ধু রানাকে চলে যেতে বলে অবৈধভাবে ভারতে আসার জন্য। এরপর কলকাতায় এসে রাজমিস্ত্রির কাজ করা শুরু করে রানা। বুধবার রাতে মুর্শিদাবাদে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান রানা। সেই সময় অবৈধভাবে ভারতে প্রবেশের কারণে পুলিশ তাঁকে গ্রেফতার করে। প্রসঙ্গত হরিহরপাড়ার স্থানীয়রা রানার বিষয়টি আগেই জেনে গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন, সেই অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতে তাঁকে গ্রেফতার করে হরিহরপুর থানার পুলিশ।