কলকাতা

দুয়ারে সরকারের শিবিরে ৩কোটি মানুষ, ধন্যবাদ জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাস্তবের রূপ দিয়েছে মানুষের দুয়ারে দুয়ারে সরকারকে পৌঁছে দিয়ে। মুখ্যমন্ত্রীর সেই প্রচেষ্টারই অঙ্গ ‘দুয়ারে সরকার’ শিবির। গতবছর থেকে শুরু হওয়া এই সরকারি কর্মসূচি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বঙ্গবাসীর কাছে। সেই জনপ্রিয়তারই এদিন নমুনা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট করে তিনি জানিয়েছেন, গত ১৬ আগস্ট থেকে রাজ্যের ৩ কোটি মানুষ দুয়ারে সরকারের শিবিরে অংশ নিয়েছেন। এই জন্য তিনি আমজনতাকে ধন্যবাদ জানাবার পাশাপাশি রাজ্য সরকারের আধিকারিক ও কর্মচারীদেরও ধন্যবাদ জানিয়েছেন। এদিন টুইট করে মুখ্যমন্ত্রী জানান, ‘বেশ খুশির সঙ্গে জানাচ্ছি গত ১৬ আগস্ট থেকে ৩ কোটিরও বেশি মানুষ দুয়ারে সরকারে এসেছেন ও সরকারি পরিষেবার সুযোগ

নিয়েছেন। এর জন্য আমি রাজ্য সরকারের সকল কর্মচারীকে ধনুবাদ জানাচ্ছি যারে এই বিশাল কর্মযজ্ঞকে সফল করেছেন। আমি বাংলার মানুষকেও ধন্যবাদ জানাচ্ছি শিবিরে এসে অংশ নেওয়ার জন্য ও সরকারি পরিষেবা গ্রহণ করার জন্য।’ উল্লেখ্য দুয়ারে সরকার কর্মসূচি ইতিমধ্যেই দেশ ও বিদেশের নানা প্রান্তের মানুষের নজর টেনেছে। আমজনতা যাতে এইসব শিবিরে অংশ নিয়ে তাঁদের প্রয়োজনমত সরকারি পরিষেবার জন্য আবেদন করতে পারেন তার জন্যই গতবছর থেকে এই শিবির চালু করেছেন মুখ্যমন্ত্রী। প্রথম প্রথম বিরোধীরা এই শিবির নিয়ে কটাক্ষ হানলেও পরে দেখা যাচ্ছে আমজনতার বিপুল সংখ্যায় এই শিবিরে অংশগ্রহণের জন্য বিরোধী দলের কর্মীরাও এগিয়ে আসছেন এই শিবিরে আগত মানুষদের সাহায্য করার জন্য। এমনকি মুখে এই শিবিরে নিন্দামন্দ করলেও বিরোধী দলের নেতা থেকে কর্মী পায় সমর্থকেরাও এই সব শিবিরে অংশ নিচ্ছেন। কার্যত তাতেই এই কর্মসূচির সাফল্য ফুটে উঠেছে। মুখ্যমন্ত্রী মানুষের সরকারকে মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন মানুষেরই হাত ধরে।