বিষমদ খেয়ে তামিলনাড়ুতে গুরুতর অসুস্থ বহু মানুষ। মৃত্যু হয়েছে ৩ জনের। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একাধিক লোক। যাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মারাক্কানামে। ওই এলাকায় একটি অবৈধ মদের দোকান রয়েছে। সেই দোকান থেকে মদ খাওয়ার পরেই ঘটনাটি ঘটেছে। মদ খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ৩ জনের মৃত্যুর পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ১৬ জন গ্রামাবাসীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা সঙ্কটজনক। বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনার পরেই তামিলনাড়ু সরকারকে কাঠগড়ায় তুলেছে রাজনৈতিক নেতারা।