দেশ

হাথরাসে যাওয়ার পথে গ্রেপ্তার কেরলের সাংবাদিক সহ ৩

হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের নামে এফআইআর হয়। এবার হাথরাসে যাওয়ার পথে গ্রেপ্তার হলেন কেরলের এক সাংবাদিক ও তিন জন। অভিযোগ, তাঁদের পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (‌পিএফআই)‌-এর সঙ্গে যোগ রয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন (‌সিএএ)‌ নিয়ে উত্তরপ্রদেশে প্রতিবাদ করেছিল এই সংগঠন। সংগঠনটিকে অনেকদিন থেকেই নিষিদ্ধ করতে চায় যোগী সরকার। হাথরসের পথে একটি চেকপোস্টে চার জনের গাড়ি থামিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ধৃতদের নাম আতিক-উর রহমান, সিদ্দিকি কাপ্পান, মাসুদ আহমেদ, আলম। পুলিশ বিবৃতি দিয়েছে বলেছে, বিশেষ সূত্রে খবর পেয়েছিল, ‘‌দিল্লি থেকে সন্দেহজনক লোকজন হাথরস আসছে’‌। তাঁদের মোবাইল, ল্যাপটপ, বইপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলো ‘‌রাজ্যের আইনশৃঙ্খলার ওপর প্রভাব ফেলতে পারে।’‌ জেরায় তাঁরা জানিয়েছেন, পিএফআই-এর সঙ্গে যোগ রয়েছে তাঁদের। এই পিএফআই আবার ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার শাখা সংগঠন। কেরলের কর্মরত সাংবাদিকদের সংগঠন জানিয়েছে, সিদ্দিকি কাপ্পান এক জন সাংবাদিক। সংগঠনের দিল্লি শাখার সম্পাদক তিনি। সাংবাদিকদের সংগঠন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখেছে। তাতে জানিয়েছে, ‘‌আমরা বুঝতে পেরেছি হাথরস টোল প্লাজা থেকে উত্তরপ্রদেশ পুলিশ কাপ্পানকে আটক করেছে। আমরা এবং দিল্লির কয়েক জন আইনজীবী তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারিনি। তাঁকে হেপাজতে নেওয়ার বিষয়ে উত্তরপ্রদেশ বা হাথরাস পুলিশ কোনও তথ্য দেয়নি।’‌