জেলা

ভাঙড়ে গণনা কেন্দ্রে গণ্ডগোলের ঘটনায় গ্রেফতার ৩ আইএসএফ কর্মী

ভাঙড়ে জেলা পরিষদে গণনাকে কেন্দ্র করে হিংসার ঘটনায় ৩ আইএসএফ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম কারিমুল মোল্লা, রাহুল মোল্লা ও আসাদুল মোল্লা। এদের মধ্যে কারিমুল মোল্লা জেলা পরিষদের বিজিত আইএসএফ প্রার্থী জারিনা বিবির স্বামী। উল্লেখ্য, গণনার দিন দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের একটি আসনে নির্বাচনকে কেন্দ্র করে গণ্ডগোল শুরু হয়। ক্রমে সেই গণ্ডগোল অশান্তি ও সংঘর্ষের রূপ নেয়। সারারাত ধরে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। পরের দিন এলাকা থেকে ৩ রাজনৈতিক কর্মীর মৃতদেহও উদ্ধার হয়। ওইদিনের ঘটনার তদন্তে নেমে এই তিনজনকে জিজ্ঞাসাবাদের পর আজ গ্রেপ্তার করে পুলিশ।