এবার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচলপ্রদেশের ধরমশালার সংলগ্ন অঞ্চল । শনিবার ভোরবেলায় ভূমিকম্প অনুভূত হয় এই পাহাড়ি রাজ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.২। কয়েক সেকেন্ডের জন্য অনুভূত হয় এই কম্পন। এখনও অবধি ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ডের জোশীমঠের যে পরিস্থিতি, তা দেখেই আতঙ্কিত হয়ে পড়েছেন হিমাচলের বাসিন্দা। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের কারণে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।