কলকাতা

 কলকাতা বিমানবন্দরে অত্যাধুনিক স্মোকিং জোন

বিমানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। বিমানবন্দরে (AIRPORT) ঢুকে দীর্ঘক্ষণ টার্মিনালে সময় কাটাতে হয়। ওই সময়ে ধূমপায়ীরা সিগারেটে সুখটান দিতে পারেন। তার জন্য থাকে বিশেষ চেম্বার। পোশাকি নাম ‘স্মোকিং জোন’। ওই সমস্ত স্মোকিং জোনকেই করা হচ্ছে অত্যাধুনিক। দমবন্ধ পরিবেশে সুখটান দেওয়ার দিন শেষ। সূত্রে খবর, আগে ৬ ফুট উচ্চতা এবং ৬৫ বর্গফুট চওড়া ছিল এক একটি চেম্বার। এবারে তা হচ্ছে ১০ ফুট উচ্চতা ও ২৫৮ বর্গফুট চওড়া। আগে ছিল মাত্র ৫টি চেম্বার। আর এখন চেম্বারের সংখ্যা বেড়ে হচ্ছে ৩৬টি। থাকছে ধোঁয়া নিষ্কাশন ব্যবস্থা এবং অ্যাশট্রেও। জানা যাচ্ছে, নয়া এই স্মোকিং জোন হয়েছে এরোব্রিজের ২৫ নম্বর গেটের কাছে।

অন্যদিকে জানা গিয়েছে, অটিস্টিক বিমানযাত্রীদের দিকে বিশেষ নজর দিচ্ছে কর্তৃপক্ষ। তাঁদের সুবিধার জন্য ৫০ জন সিআইএসএফ জওয়ানদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল। দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ।