রবিবার গঙ্গাসাগর থেকে এয়ার লিফ্ট করে আনা হল অসুস্থ হয়ে পড়া তিনজন পুণ্যার্থীকে। জানা গিয়েছে, অসুস্থ পুণ্যার্থীদের নাম মহারানি মণ্ডল (৮৫), ঠাকুর দাস (৭০) এবং রাজকুমার পাণ্ডে (২০)। মহারানি দেবী ক্যানিংয়ের উত্তর তালদিঘির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, তাঁর রয়েছে অ্যানিমিয়া এবং হাই প্রেসারের সমস্যা। পাশাপাশি রয়েছে কিডনির সমস্যাও। অন্যদিকে, ঠাকুর দাসের বাড়ি উত্তরপ্রদেশের বারাবাঁকিতে এবং রাজকুমারের বাড়ি উত্তরপ্রদেশের দুঘারে। আজ, রবিবার দুপুরে হঠাৎই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। তড়িঘড়ি তাঁদের নিয়ে আসা হয় মেলা প্রাঙ্গণের একটি অস্থায়ী হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার করা হয় তাঁদের। এরপর তাঁদের কলকাতার হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা। শেষে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁদের কলকাতায় নিয়ে আসা হয়। সূত্রের খবর, মহারানি দেবী এবং ঠাকুর দাসকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে রাজকুমারকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। চিকিৎসা চলছে তাঁদের। প্রসঙ্গত, গঙ্গাসাগর মেলায় ফি বছরই দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থী আসেন। মেলায় লক্ষাধিক মানুষের সমাগমও ঘটে। ফলে মেলায় আগতদের জন্য আগে থেকেই সব রকমের প্রস্তুতি নিয়েছিল রাজ্য প্রশাসন। জরুরি পরিষেবা হিসেবে পুণ্যার্থীদের চিকিৎিসার জন্য মোতায়েন ছিল অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্স এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও। প্রতিবছরই মেলায় সময় এই পরিষেবাগুলি থাকে। জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সমিত গুপ্তা।