দিল্লিতে তিন তলা বাড়ি ভেঙে মৃত্যু হল একজনের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ধ্বংসস্তুপের নীচে এখনও অনেকেই আটকে থাকতে পারেন বলে অনুমান। জোরকদমে চলছে উদ্ধারকাজ। আজ, ভোর ৫টা নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় অনেকেই বাড়ির ভিতরে ঘুমোচ্ছিলেন। অকুস্থল উত্তরপূর্ব দিল্লির মুস্তফাবাদ এলাকা। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল তা এথনও জানা যায়নি। তবে নির্মাণগত ত্রুটির কারণে বাড়িটি ভেঙে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিনের বৃষ্টির কারণে তাই বাড়িটি আরও দুর্বল হয়ে গিয়েছিল বলে অনুমান দমকল বিভাগের আধিকারিকদের। খবর পেয়েইে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ৪ জন ব্যক্তিকে ধ্বংসস্তুপের মধ্যে থেকে উদ্ধারও করা হয়েছে। খোঁজ চালানো হচ্ছে এখনও কেউ আটকে রয়েছেন কিনা। কিছুদিন আগেই দিল্লির আলিপুর এলাকায় নির্মীয়মান বাড়ি ভেঙে ৫ জনের মৃত্যু হয়েছিল। ১০ দিনের মধ্যেই ফের এমন একটি দুর্ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।