দেশ

ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় নজির গড়ে প্রথম তিনে মহিলারা

প্রকাশিত হল ইউপিএসসি সিভিল সার্ভিসের ফলাফল। প্রথম তিন জনই মহিলা। প্রথম হয়েছেন দিল্লির শ্রুতি শর্মা। দ্বিতীয় স্থানে আছেন অঙ্কিতা আগরওয়াল। তৃতীয় হয়েছেন গামিনী সিংলা। চতুর্থ হয়েছেন ঐশ্বর্য ভার্মা। পঞ্চম স্থানে আছেন উৎকর্ষ দ্বিবেদী। ষষ্ঠ স্থানে আছেন যক্ষ চৌধুরি। সপ্তম হয়েছেন সাম্যক এস জৈন। অষ্টম হয়েছেন ইশিতা রাঠি। নবম স্থানে আছেন প্রীতম কুমার। দশম স্থান পেয়েছেন হরকিরত সিং রনধাওয়া। পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল upsc.gov.in ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। প্রথম স্থানাধিকারী শ্রুতি শর্মা দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের প্রাক্তনী। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী ইউপিএসসির জন্য কোচিং নিয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেনশিয়াল কোচিং একাডেমি থেকে। ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল গত বছরের ১০ অক্টোবর। ফল প্রকাশিত হয় ২৯ অক্টোবর। ফাইনাল পরীক্ষা হয় চলতি বছর ৭ থেকে ১৬ জানুয়ারির মধ্যে। সেই ফল বেরিয়েছিল ১৭ মার্চ। এরপর হয় ইন্টারভিউ। ৫ এপ্রিল থেকে শুরু হয়ে ইন্টারভিউ চলে ২৬ মে পর্যন্ত। সোমবার ফলাফল প্রকাশের পর সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি টুইট করেছেন, ‘সিভিল সার্ভিসের মেন পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। আমরা এখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি। সেই সময়ে এই তরুণ প্রজন্ম প্রশাসনিক কাজের মাধ্যমে দেশের উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করতে চলেছেন। তাঁদের শুভেচ্ছা জানাই।’