বিনোদন

প্রয়াত মেক্সিকান অভিনেত্রী মার্সেলা আলেকজান্ডার রডরিগেজ

প্রয়াত হলেন মেক্সিকান অভিনেত্রী৷ মাত্র ৩৩ বছরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন৷ মার্সেলা আলেকজান্ডার রডরিগেজ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷ আধ্যাত্মিক অবকাশের জন্য আত্মার শুদ্ধিকরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্সেলা আলেকজান্ডার৷ সেই অনুষ্ঠান অংশ নেওয়ার পর ব্যাঙের বিষ খেয়েই মর্মান্তিক মৃত্যু হয় নায়িকার৷ ৩৩ বছর বয়সী অভিনেত্রী গুরুতর ডায়রিয়ায় ভুগছিলেন৷ অবস্থার অবনতি হওয়ায় অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং ডাক্তাররা আর তাঁর জীবন বাঁচাতে পারেনি। এর ফলেই মর্মান্তিকভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নায়িকা৷