নদীতে বাস পড়ে মৃত্যু হল ৩৪ যাত্রীর৷ নিহতদের মধ্যে অনেক মহিলা ও শিশু রয়েছে৷ পুলিস জানিয়েছে, ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ তবে দুর্ঘটনায় ১৮ জন পুরুষ, ১৪ জন মহিলা এবং ২ জন কিশোরীর মৃত্যু হয়েছে৷ মর্ডান কোস্ট কোম্পানির একটি বাসে চেপে যাত্রীরা মেরু থেকে বন্দর শহর মোম্বাসার দিকে যাচ্ছিল৷ পথেই পড়ে নীথি ব্রিজ৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজ ভেঙে ৪০ মিটার নীচে নদীতে গিয়ে পড়ে৷ ঘটনার পরই মর্ডান কোস্ট কোম্পানির সব বাসকে পরিষেবা দিতে বন্ধ করতে বলে কেনিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটি৷ প্রাথমিক তদন্তে বাসটির ফিটনেট নিয়ে প্রশ্ন উঠেছে৷ জানা গিয়েছে, বাসের ব্রেক ঠিকমতো কাজ করছিল না৷ যে কারণে নিয়ন্ত্রণ হারান চালক৷