দু’বছর করোনার জন্য বঙ্গ সম্মান পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়নি। আজ অর্থাত্ সোমবার নজরুল মঞ্চে ফের অনুষ্ঠিত হল বঙ্গভূষণ, বঙ্গবিভূষন এবং মহানায়ক পুরস্কার প্রদান । এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য ‘বঙ্গভূষণ’ সম্মান দেওয়া হল অভিনেতা দেবকে। এবছর বঙ্গভূষণ সম্মান দেওয়া হল ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে গত বছর মহানায়িকা সম্মান পেয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি এ বছর মহানায়ক সম্মান পেলেন সোহম চক্রবর্তী। বাংলা চলচ্চিত্রকে সার্বিকভাবে সমৃদ্ধ করার জন্যই তাঁদের এই পুরস্কার প্রদান করা হয়। তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়কে এদিন বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে রাজ্য
সরকার। এর আগে পদ্মশ্রী ত্যাগ করেছিলেন তিনি। এছাড়াও বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয় কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, দেবশঙ্কর হালদার, দেবজ্যোতি বোস। বঙ্গভূষণ সম্মান দেওয়া হয় দেব, ইন্দ্রানী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, জুন মালিয়া, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, জিৎ গঙ্গোপাধ্যায়। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান ফুটবল ক্লাবকে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া হয়। সাহিত্যিক আবুল বাশার ও বিজ্ঞানী বিকাশ সিংহ পেয়েছেন সম্মান। সোমবারমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের মঞ্চ থেকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রানী হালদারের
দীর্ঘদিনের অভিনয় যাত্রা প্রসঙ্গে কথা বলেন। অভিনেতা সোহমের কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ২ বছর বয়স থেকে অভিনয় করছেন সোহম চক্রবর্তী, তাঁকে জাত অভিনেতা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জিৎ, কৌশিকী ও ইমনের গানের ও শ্রীজাতর লেখার প্রশংসা করেন তিনি। কুমার শানু এদিন পুরস্কার পেয়ে বলেন,’এই প্রথম কেউ বাংলা থেকে পুরস্কার দিল। দিদি কাছে কাছে টেনে রাখেন তাই দূরে গিয়েও কাছে চলে আসি’। এদিন ছিল মহানায়ক উত্তম কুমারের স্মরণে এক অনুষ্ঠানও। মহানয়ককে সম্মান জানিয়ে একটি বিশেষ গানের অনুষ্ঠান আয়োজিত হয় এদিন।
এক নজরে দেখে নিন কারা কারা পেলেন বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ –
বঙ্গবিভূষণ পেলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক বিকাশ সিনহা, পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি, জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য, শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা, শ্রী হর্ষবর্ধন নেওটিয়া, শ্রী বাসুদেব বন্দ্যোপাধ্যায়, শ্রী কুমার শানু, শ্রী অভিজিৎ ভট্টাচার্য, পণ্ডিত দেবজ্যোতি বসু, আবুল বাশার, শ্রী দেবশংকর হালদার, শ্রী অশোক দাশগুপ্ত, অধ্যাপক কৌশিক বসু, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব, মহমেডান ক্লাব।
বঙ্গভূষণ সম্মান পেলেন শ্রী রূদ্র চ্যাটার্জি, ডাঃ মণিময় ব্যানার্জি, ডাঃ যোগীরাজ রায়, শ্রী মনোরঞ্জন ব্যাপারী, অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, শ্রী শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, শ্রী ভরত ছেত্রী, শ্রী রবিবালা টুডু, শ্রী জিৎ গাঙ্গুলি, শ্রী সৃজিত মুখার্জি, শ্রী দীপক অধিকারী, শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীমতী ইন্দ্রাণী হালদার, শ্রী দেবাশিস ভট্টাচার্য, শ্রী জয়ন্ত ঘোষাল, শ্রীমতী কৌশিকী চক্রবর্তী, শ্রী ঋদ্ধিমান সাহা, শ্রীমতী ইমন চক্রবর্তী, শ্রীমতী জুন মালিয়া, শ্রীমতী লীনা গঙ্গোপাধ্যায়।