জেলা

মাথাভাঙায় ট্রাকের ধাক্কা টোটোয়, মৃত ৪

পিছন থেকে টোটোয় ধাক্কা মারল ট্রাক। যার জেরে মৃত্যু হল ৪ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩জন।  ঘটনাটি ঘটেছে, গতকাল, রবিবার রাত ১২টা নাগাদ মাথাভাঙা এলাকায়। জানা গিয়েছে, টোটোয় করে ৭জন যাত্রী জামালদহের দিকে যাচ্ছিলেন। এমন সময় আচমকা একটি খালি ট্রাক সজোরে এসে পিছন থেকে ধাক্কা মারে টোটোটিতে। ধাক্কার জেরে টোটটি উল্টে রাস্তার পাশের খালে পড়ে যায়। মৃতরা হলেন, বাসন্তী বর্মণ(৪০), মেনকা বর্মণ (৩৫), মণীশা বর্মণ (১২) ও অনীতা বর্মণ (৩২)।