জেলা

গঙ্গাসাগর থেকে ফেরার পথে মুড়ি গঙ্গার উপরে  পুণ্যার্থীদের নিয়ে আটকে গেল ভেসেল

কনকনে শীতকে উপেক্ষা করে মকর স্নান করেছেন তীর্থযাত্রীরা। এবার পালা ঘরে ফেরার। তবে তার মাঝেই ঘটেছে বিপত্তি। গঙ্গাসাগর থেকে ফেরার পথে মুড়ি গঙ্গার উপরে আটকে যায় ভেসেল। গভীর রাত থেকে আটকে রয়েছেন প্রায় কয়েকশ পুণ্যার্থী। বোট নিয়ে উদ্ধারকার্য চালাচ্ছে এন ডি আর এফ-এর দুটি টিম। উদ্ধার করার পর ৪০০ যাত্রীদের লট এইটে পৌঁছে দেওয়া হচ্ছে। গঙ্গাসাগরে যাওয়ার পথেও মাঝ রাস্তায় আটকে গিয়েছিল ভেসেল। রবিবার বিকেলে লট নম্বর ৮ ভেসেল ঘাট থেকে রওনা দেওয়ার পর মুড়িগঙ্গার মাঝে আটকে গিয়েছিল যাত্রীবাহী ভেসেল।মুড়িগঙ্গার উপর গভীর রাত থেকে আটকে ভেসেলের যাত্রীরা । চরায় আটকে রয়েছে ভেসেল । এনডিআরএফের দুটি টিম বোট নিয়ে যাত্রীদের উদ্ধারের কাজ চালাচ্ছে । উদ্ধার করার পর যাত্রীদের পৌঁছে দেওয়া হচ্ছে।