বিনোদন

টালিগঞ্জে থমকে গেল শুটিং! টেকনিশিয়ানদের একাংশের কর্মবিরতির ডাক

সপ্তাহের দ্বিতীয় দিনেই টালিগঞ্জ স্টুডিওপাড়ায় কর্মবিরতির ডাক দিয়েছেন। টেকনিশিয়ানদের একটি বিভাগ ইলেকট্রিশিয়াদের নিয়ে গঠিত। ২৩ জানুয়ারি গিল্ডের পরিচালন সমিতির নির্বাচন। গুঞ্জন, সেই বিভাগের নাকি অভিযোগ, নির্বাচনে মনোনয়ন জমা না দিতে দেওয়া এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার প্রতিবাদে এই কর্মবিরতি। এতেই নাকি কেজো দিনে শুটিং পাড়ায় আংশিক স্তব্ধতা। বন্ধ একাধিক ছবি এবং ধারাবাহিকের শুটিং। এও গুঞ্জন, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘আমার বস’-এর শুটিংও নাকি এই কর্মবিরতিতে থমকে! একাংশের দাবি, বিশেষ করে ইলেকট্রিশিয়ানদের তরফে জানানো হয়েছে সামনেই আসন্ন নির্বাচনের অংশ হতে তাঁদের বারণ করা হয়েছে। ভোটে দাঁড়ানোয় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের। সেই কারণেই কর্মবিরতির ডাক। কর্মবিরতির ডাক দিয়েছে টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ। গিল্ডের একাংশের বিরুদ্ধে এমনই অপর অংশের। ফলে স্টুডিওপাড়া মঙ্গলবার একেবারেই অচল থাকবে বলা চলে। মাঝে মধ্য়েই টেকনিশিয়ানদের অসন্তোষের কারণে টলিপাড়ায় সিনেমা-সিরিয়ালের শুটিং নিয়ে নানা সমস্যা দেখা যায়। নিজেদের দাবি-দাওয়া নিয়ে বরাবরই মুখর হয় টেকনিশিয়ানরা। আর এবার তারই ফলাফল একদিনের এই কর্মবিরতি।