দেশ

মহারাষ্ট্রে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাস বলি ৫ শ্রমিক

সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসের বলি পাঁচ শ্রমিক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পার্বণী জেলায়। জানা গেছে, মুম্বই থেকে ৫০০ কিলোমিটার দূরে পার্বণী জেলার সোনপথ থানা এলাকার ভৌচা টন্ডায় বৃহস্পতিবার সন্ধেয় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন ৬ শ্রমিক। ময়লায় ভরা অন্ধকার স্যাঁতস্যাঁতে সেপটিক ট্যাঙ্কে নামার পরই শ্বাসকষ্ট শুরু হয় শ্রমিকদের। বিষয়টি জানতে পেরে স্থানীয়রাই শ্রমিকদের হাসপাতালে ভর্তি করেন। সেখানে পাঁচজন মারা যান। আরেক শ্রমিকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে সোনপথ থানার পুলিশ। শ্রমিকরা পর্যাপ্ত সুরক্ষা নিয়ে সেপটিক ট্যাঙ্কে নেমেছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, মোদি সরকারের তরফে গত বছর লোকসভায় জানানো হয়েছিল, ২০১৯ থেকে ২০২২ অবধি সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মারা যান ১৮৮ জন শ্রমিক।