দেশ

মোচার প্রভাবে শনি-রবিবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, জানাল হাওয়া অফিস

অসহ্য গরমের মাঝেই মোচার প্রভাবে শনি-রবিবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই মুহূর্তে অবস্থান করছে মোচা। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার এবং রবিবার ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথার জানাল হাওয়া অফিস। কোন কোন রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, দক্ষিণ অসম এবং মণিপুরের কিছু অংশে প্রবল বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, পশ্চিমবঙ্গে সরাসরি প্রভাব না পড়লেও ‘মোচা’ সতর্কতা জারি হয়েছে। শনিবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ওইদিন পর্যন্ত মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।