দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনার বলি হলেন পাঁচ বাংলাদেশি। নিহতদের মধ্যে এক কিশোরও রয়েছে। নিহতদের মধ্যে চার জনই ফেনীর বাসিন্দা। পাশাপাশি গুরুতর জখম হয়েছেন আরও দুই বাংলাদেশি। তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে কেপটাউনের বুফুলে। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, এদিন সকাল নয়টা নাগাদ সাত বাংলাদেশি একটি গাড়িতে চেপে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরের বুফুলে পণ্যবাহী একটি লরির সঙ্গে তাদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি প্রাণ হারান। তাঁরা হলেন ফেনী সদর উপজেলার বাসিন্দা ইসমাইল হোসেন, দাগনভূঁইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ, মোহাম্মদ হোসেন এবং তার ছেলে নাজিম হোসেন। আহতরা হলেন, আনিসুল হক এবং নাহিদ। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। কেপটাউন পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাসের আধিকারিকদের দুর্ঘটনার খবর জানানো হয়েছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের পরে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।