জেলা

দুর্গাপুর ব্যারেজ থেকে ৫১.৮০০ হাজার কিউসেক জল ছাড়া হল, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলছে। রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে ৫১.৮০০ হাজার কিউসেক জল ছাড়া হল। বৃষ্টি এইভাবে চলতে থাকলে জল আরও বেশি পরিমাণ ছাড়া হবে বলেও জানিয়েছে কর্তপক্ষ। ব্যারেজ থেকে এইভাবে জল ছাড়ার কারণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে টানা বৃষ্টিতে টুমনি নদীর জলের তোড়ে ভেসে গেল শিবপুরের ভাষাপুল। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেওয়া হলো শিবপুর মুচিপাড়া সহ আরও বেশ কয়েকটি রুটের বাস চলাচল। এর ফলে শর্ট রুটে মুচিপাড়া শিবপুর হয়ে বীরভূম যাওয়ার সব রকম যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। যার জেরে চরম দুর্ভোগের মুখে পড়েছে সাধারণ মানুষ।