তীব্র তুষারপাতে চিনের রাজধানী বেজিং। আর সেই তুষারপাতের কারণেই বেজিংয়ে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। এদিন স্থানীয় সময় সাড়ে সাতটা নাগাদ বেজিং মেট্রোয় দুটি ট্রেনের সংঘর্ষ হয়। এমার্জেন্সি স্টপে দাঁড়িয়ে থাকা একটি মেট্রোকে পিছন থেকে এসে ধাক্কা মারে আরেকটি মেট্রো। তুষারপাতের কারণে সিগন্যালিং ব্যবস্থা ঠিকমত কাজ না করা ও এমার্জিন্সে ব্রেক ঠিক সময় না চালানোয় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছ। দুর্ঘটনায় শতাধিক যাত্রী গুরুতর জখম হন। উত্তর পশ্চিম বেজিংয়ের চাংপিং সাবওয়ে লাইনে ঘটা এই দুর্ঘটনায় মোট ৫১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিতসার পর ৪০০ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ১০২ জনের চিকিতসা এখনও চলছে।