বাড়ি ফিরতে চেয়েছিলেন তাঁরা, কিন্তু সেই যাত্রা হয়ে গেল অন্তহীন। এবার পরিযায়ী শ্রমিকদের ওপর দিয়ে চলে গেল সরকারি বাস। উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল ৬ পরিযায়ী শ্রমিকের, গুরুতর আহত আরও ২। মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ৬ জনের মধ্যে দুজনের বাড়ি বিহারে, তাঁরা পঞ্জাব থেকে ফিরছিলেন। আর বাকি চার জনের মধ্যে এক জন গোপালগঞ্জ, একজন পাটনা আরেক জন ভোজপুরের বাসিন্দা। পুলিস জানিয়েছে, বাসে কোনও যাত্রী ছিলেন না। চালক স্বাভাবিকের থেকে অনেক জোরে বাস চালাচ্ছিলেন। তার জেরেই দুর্ঘটনা।


