গতকাল রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণে করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের মোট জিডিপির প্রায় ১০ শতাংশ, ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু ৩৩ মিনিটের এই ভাষণে প্রধানমন্ত্রী একবারও পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে কোনো মন্তব্য করেননি। প্রধানমন্ত্রী এই আচরণের তীব্র সমালোচনা করেছেন জাভেদ আখতার। জাভেদ আখতার। টুইটে লেখেন, “২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ অবশ্যই দেশের উন্নতির জন্য সঠিক সিদ্ধান্ত। কিন্তু ৩৩ মিনিটের এই দীর্ঘ ভাষণে লক্ষ লক্ষ অভিবাসী শ্রমিকদের জন্য একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী, যাদের এই সময় বেঁচে থাকার জন্য একটু সাহায্যের প্রয়োজন ছিল শুধু। উনি তা করলেন না।”