গোপণ সূত্রে খবর পেয়ে ভোররাতে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে এই চক্রের মূল দুই পান্ডাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে বিরল প্রজাতির প্রায় ৬৫০ টিয়াপাখি। শনিবার ভোর রাতে দক্ষিণ পূর্ব চক্রের মুখ্য বনপাল কল্যাণ দাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। বন দপ্তরের আধিকারিকরা বিহার-কলকাতা রুটের একটি লাক্সারি বাসকে বাঁশকোপা টোল প্লাজার কাছে আটকান। এরপর বাসের লাগেজ বাঙ্কার থেকে এই বিরল প্রজাতির টিয়াপাখিগুলিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মহঃ গুড্ডু ও পিন্টু নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে বাসের চালক ও সহ চালককেও। আটক করা হয়েছে বাসটিকে। বনপাল কল্যাণ দাস জানিয়েছেন, শুধু আন্তঃরাজ্য নয় এই টিয়াপাখিগুলি বাংলাদেশেও পাচার করা হত। যাতে কেউ বুঝতে না পারে তার জন্য টিয়াপাখিগুলির মুখে কাপড় বেঁধে পাচার করা হচ্ছিল।


