কলকাতা

মাধ্যমিকের ফলপ্রকাশ, প্রথম কাটোয়ার ছাত্রী দেবদত্তা মাজি, দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

ঘোষণা করা হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এদিন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, এ বছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি। ২২ শতাংশ বেশি মহিলা পরীক্ষার্থীর সংখ্যা। এবছর মাধ্যমিকে প্রথম দশে রয়েছেন ১১৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৮৩ হাজার ৩২১ জন। খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক। আজ থেকে যে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হচ্ছে QR Code থাকছে, অথেনটিকেশন এর জন্য আমরা করেছি। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে নিজের রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে। যে ওয়েবসাইট থেকে ফল জানা সেটি হল – http://wbresults.nic.in । এবছর এসসি দের পাশের হার ৮২.৮৮ শতাংশ পাশের হার। বৈষম্যের জায়গা কমছে এইটুকু বলতে পারি। পূর্ব মেদিনীপুর জেলায় ৯৬.৮১ পাশের হার বেশি । দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। মাধ্যমিকে এবছর প্রথম হয়েছেন এক ছাত্রী। তাঁর নাম দেবদত্তা মাজি। কাটোয়া দুর্গাদাস পূর্ব বর্ধমানের বাসিন্দা। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। শতাংশের বিচারে তিনি পেয়েছেন ৯৯.৫৭। দ্বিতীয় হয়েছে শুভম পাল, রিফত হাসান সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল, সারভার ইমতিয়াজ।  মাধ্যমিকে প্রথম হওয়ার খবর জেনে দারুণ খুশি দেবদত্তা। তিনি জানিয়েছেন যে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান। দেবদত্তা বলেন, ‘আমি এরপর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। আমি আমার মা ও পরিবারের অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’