হক জাফর ইমামঃ মালদা ও দিল্লির মধ্যে তেজস এক্সপ্রেস ও হামসফর এক্সপ্রেস চালানোর দাবি তুললেন উত্তর মালদার বিজেপি এমপি খগেন মুর্মু। সম্প্রতি দিল্লিতে রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদবের সাথে দেখা করে রেল পরিষেবা নিয়ে একগুচ্ছ দাবি দাওয়া পেশ করেন এই বিজেপি এমপি। রেল মন্ত্রী ও রেল মন্ত্রকের শীর্ষ কর্তার হাতে ইংরাজি ও হিন্দিতে লেখা দাবি পত্র তুলে দেন তিনি। খগেন মুর্মু দাবি করেছেন মালদা থেকে চিকিৎসা, শিক্ষা ও কর্মসূত্রে অনেককেই জেলা তথা রাজ্যের বাইরে নিয়মিত যেতে হয়। দিল্লিতেও যেতে হয় অনেককে। এর আগে মালদার উপর দিয়ে রাজধানী এক্সপ্রেস চালানোর দাবি উঠেছিল। কিন্তু সেই দাবি মেনে নেয়নি রেল। এবার খগেন মুর্মু দাবি তুলেছেন, মালদা ও দিল্লির মধ্যে তেজস এক্সপ্রেস ও হামসফর এক্সপ্রেস চালাতে হবে। একই সাথে গৌড় এক্সপ্রেসে অত্যাধুনিক এলসিবি কামরা যুক্ত করার দাবিও তুলেছেন তিনি। এছাড়াও ওল্ড মালদার মঙ্গলবাড়ী ও রতুয়ার সামসি তে রেলের দুইটা ওভারব্রিজ তৈরি করার দাবি জানিয়েছেন খগেন মুর্মু। পদাতিক এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস সামসি স্টেশনে থামাতে হবে বলে দাবি তুলেছেন বিজেপি এমপি। একই সাথে হরিশ্চন্দ্রপুর ও সামসি স্টেশনে বায়ো টয়লেট করতে হবে বলে দাবি তুলেছেন বিজেপি এমপি। এর আগে বরকত গনিখান রেলমন্ত্রী থাকাকালীন মালদার জন্য অনেক কিছু করেছিলেন। তিনি মালদায় রেলের ডিভিশন নিয়ে এসেছিলেন। কিন্তু তারপর থেকে অনেকদিন উপেক্ষিত আছে মালদা। এখন খগেন মুর্মু সক্রিয় হয়ে মালদার জন্য রেলের কতটা পরিষেবা কেন্দ্রের কাছ থেকে নিয়ে আসতে পারবেন সেটাই এখন দেখার বিষয়।