জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সহ গ্রাম পঞ্চায়েত এই তিনটি স্তরে জনপ্রতিনিধিদের যে ভাতা ছিল তা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ নবান্ন সভাঘরে জেলা পরিষদের সমস্ত সদস্যদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানান।তিনি সাংবাদিকদের বলেন, আগে এরা কিছুই পেত না। আমাদের সরকার আসার পর আমরা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিই। সর্বনিম্ন ১৫০০ টাকা ভাতা দেওয়া হতো।
কোন স্তরের জনপ্রতিনিধির ভাতা কত বাড়ানো হল
১)জেলা পরিষদ সভাপতি বর্তমান ভাতা ৬০০০ টাকা, প্রস্তাবিত ভাতা ৯০০০ টাকা করা হোলো।
সহকারি সভাধিপতি বর্তমান ভাতা পাঁচ হাজার টাকা থেকে বেড়ে হল 8 হাজার টাকা। কর্মাধ্যক্ষ চার হাজার টাকা থেকে ভাতা বেড়ে হল সাত হাজার টাকা।
অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ এর বেতন যথাক্রমে ৪ হাজার এবং দুই হাজার টাকা থেকে বেড়ে হল ৭ হাজার টাকা
সাধারণ সদস্যের বেতন ১৫০০ টাকা থেকে বেড়ে হল ৫০০০ টাকা।
২)পঞ্চায়েত সমিতি সভাপতির ভাতা ৩৫০০ টাকা থেকে বেড়ে হল ৬০০০ টাকা
সহ-সভাপতির ভাতা ৩ হাজার টাকা থেকে বেড়ে হলো ৫৫০০ টাকা
কর্মাধ্যক্ষের ভাতা ২৫০০ টাকা থেকে বেড়ে হলো ৫০০০ টাকা।
সাধারণ সদস্যের বেতন ১৫০০ টাকা থেকে বেড়ে হল ৩৫০০ টাকা।
৩)গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাতা ৩০০০ টাকা থেকে বেড়ে হলো ৫০০০ টাকা।
উপ প্রধানের ভাতা ২০০০ টাকা থেকে বেড়ে হলো ৪০০০ টাকা উপ সমিতির সঞ্চালকের ভাতা ১৮০০ টাকা থেকে বেড়ে হলো ৩৮০০ টাকা
সাধারণ সদস্যের ভাতা ১৫০০ টাকা থেকে বেড়ে হলো ৩০০০ টাকা।
বিধানসভা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের ভাতা বৃদ্ধির করার কথা ঘোষণা করেছিলেন। বিধায়ক দের ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই বাজার টাকা করা হয়। এছাড়াও মন্ত্রীদের ভাতা দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়।
এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত এর ক্ষেত্রে সব স্তরেই ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন প্রতিনিধিদের নয়, খুশি করলো সব দলের নির্বাচিত প্রতিনিধিদের।