দেশ

দূষণ রোধে রাজধানীতে সম্পূর্ণ লকডাউনে প্রস্তুত দিল্লি সরকার, জানাল সুপ্রিমকোর্টকে

দূষণ নিয়ন্ত্রণে আনতে তারা রাজধানীতে লকডাউন করতেও রাজি ৷ সুপ্রিম কোর্টকে  এমনটাই জানিয়েছে দিল্লি সরকার ৷ একইসঙ্গে, আদালতের কাছে দিল্লি লাগোয়া এলাকা (NCR) এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও লকডাউন কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ দিল্লি সরকারের বক্তব্য, শুধুমাত্র রাজধানীতে লকডাউন কার্যকর করা হলে তার সুফল মিলবে না ৷ সেই কারণেই পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও লকডাউনের প্রস্তাব দিয়েছে তারা ৷ শীর্ষ আদালতে একটি হলফনামা জমা দিয়েছে দিল্লি সরকার ৷ তাতে বলা হয়েছে, ‘‘স্থানীয়ভাবে কার্বন নির্গমনে রাশ টানতে দিল্লি সরকার সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে রাজি আছে ৷ কিন্তু এই পদক্ষেপ তখনই সফল হবে, যখন দিল্লির পাশাপাশি লাগোয়া এলাকা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও লকডাউন কার্যকর করা হবে ৷ যেহেতু দিল্লি শহর অত্যন্ত ছোট, তাই এখানে লকডাউন করা হলে বায়ু দূষণ নিয়ন্ত্রণে তার সুফল খুবই সীমিত হবে ৷’’ এই যুক্তিকে সামনে রেখেই দিল্লি সরকারের তরফে বলা হয়েছে, ‘‘যদি দিল্লি লাগোয়া সমস্ত এলাকা এবং আশপাশের রাজ্যগুলিতেও লকডাউন কার্যকর করা হয়, তাহলে আমরাও রাজধানী শহরে লকডাউন জারির কথা ভাবতে পারি ৷’’