দেশ

দূষণের জেরে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল-কলেজ

দিল্লির বাতাসে ক্রমশই বেড়ে চলেছে দূষণের মাত্রা। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে স্কুল-কলেজ। আপাতত অনলাইন মাধ্যমেই ফের পড়াশোনা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে মঙ্গলবার রাতে নির্দেশিকা জারি করল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। সেই নির্দেশে বলা হয়েছে, দিল্লির ৩০০ কিলোমিটারের মধ্যে চালু থাকবে মাত্র পাঁচটি তাপবিদ্যুৎ কেন্দ্র। ৩০ নভেম্বর পর্যন্ত বাকি ৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২১ নভেম্বর পর্যন্ত সব নির্মাণ এবং ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। রবিবার পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য মালবাহী গাড়ির প্রবেশ নিষেধ।

উল্লেখ্য, গত শনিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, এক সপ্তাহের জন্য় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে স্কুল। অফিস-কাছারিও বন্ধ থাকছে। বাড়ি থেকেই কাজ করতে হবে কর্মীদের। সেইসঙ্গে আগামী চারদিন বন্ধ থাকবে নির্মাণ শিল্পের কাজকর্ম। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।