এক বছর বিরতির পর আগামি বছর অনুষ্ঠিত হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ইতিমধ্যে বাংলায় বিনিয়োগের ভাণ্ডার টানতে সক্রিয় হয়েছেন মুখ্যমন্ত্রী। বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী এবং রাজ্যপালকে। কিন্তু এই বাণিজ্য সম্মেলনের সূচি ঘোষণা হওয়ার পর থেকেই নবান্ন বনাম রাজ ভবন সংঘাত তুঙ্গে। ইতিমধ্যে রাজ্যপাল অমিত মিত্রর থেকে গত ৪ বছর বাণিজ্য সম্মেলনের খতিয়ান চেয়ে পাঠিয়েছেন। এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনর সাফল্য নিয়ে শ্বেতপত্র চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বৃহস্পতিবার ট্যুইট করে তিনি লেখেন, ‘রাজ্য সরকার দাবি করেছে গত ৫ বছরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ব্যাপক সাফল্যের মুখ দেখেছে। তাই মুখ্যমন্ত্রী গত ৫ বছরের বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক। দাবির সঙ্গে বাস্তব কতটা দূরে জানাক রাজ্য।‘
https://twitter.com/jdhankhar1/status/1463773841377808387