কলকাতা

বুকের ব্যথা নিয়ে এসএসকেএমে ভর্তি গণেশ, ভাইকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

আজ বৃষ্টিভেজা বিকেলে হঠাৎই এসএসকেএম হাসপাতালে ভাই (গণেশ) সুব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  কার্ডিওলজি বিভাগে ভর্তি তিনি। রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ তিনি হাসপাতালে পৌঁছন। সামান্য সময় ছিলেন। চিকিৎসকদের সঙ্গে দেখা করে বিস্তারিত খোঁজ খবর নিয়ে বেরিয়ে যান তিনি।মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালের হৃদরোগ বিভাগের জরুরি অংশে। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর জানান, গুরুতর অসুস্থ রয়েছেন গণেশ।  হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এর পর হৃদরোগ বিভাগে ভর্তি রেখে চিকিৎসা শুরু হয় গণেশের। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে এই চিকিৎসা শুরু হয় দুপুরেই। তার পরেই বিকেলে হাসপাতালে বিস্তারিত খবর নিতে এসে হাজির হন মুখ্যমন্ত্রী।  আপাতত স্থিতিশীল আছেন গণেশ, এই কথা জানা গিয়েছে। তবে মুখ্যমন্ত্রী ভাইয়ের সঙ্গে দেখা করেননি, তিনি চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলে খবর নিয়েছেন। মুখ্যমন্ত্রী একাই ছিলেন।