দেশ

কর্ণাটকের নার্সিং স্কুলে করোনা আক্রান্ত ২৯

দেশজুড়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। আজ দেশে পঞ্চম ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মেলে। এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়িয়ে কর্ণাটকের নার্সিং স্কুলে একসঙ্গে ২৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। কর্ণাটকের শিবমোগ্গার একটি বেসরকারি নার্সিং স্কুলের ঘটনা। একথা জানিয়েছেন শিবমোগ্গার ডেপুটি কমিশনার কেবি শিবকুমার। তিনি জানিয়েছেন, আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন।