আজ বহরমপুর প্রশাসনিক সভা থেকে সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্পের অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী। ভূমি ও ভূমিসংস্কার দপ্তরকে প্রত্যেক জেলার জেলাশাসকের সঙ্গে কথা বলে দ্রুত সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্পের জমি চিহ্নিত করার নির্দেশ দেন তিনি। বুধবার বহরমপুর রবীন্দ্র সদনে জেলার সাংবাদিকদের কাছে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চাইলে সাংবাদিকদের তরফে আবাসন প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীর সহযোগিতা চাওয়া হয়। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের সচিব ও জেলাশাসককে নির্দেশ দেন সাংবাদিকদের জন্য দ্রুত আবাসন প্রকল্পের জন্য জমির ব্যবস্থা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ইতিমধ্যেই আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের আবাসন প্রকল্পের জন্য জমির অনুমোদন দিয়েছি। কলকাতা প্রেস ক্লাবের সদস্যরাও আবাসন প্রকল্পের জন্য জমি পেয়েছে। আমি চাই সব জেলার সাংবাদিকরাও যাতে আবাসন প্রকল্পের জন্য জমি পান। জেলার সাংবাদিকরা খুব কম টাকাতে কাজ করেন।’