ভারতে এবার শিশুর শরীরে ওমিক্রনের থাবা। মহারাষ্ট্রে সাড়ে তিন বছরের শিশুর শরীরে মিলল ওমিক্রনের সংক্রমণ। একইসঙ্গে আরও সাত জনের নতুন করে ওমিক্রনের আক্রান্তের হদিশ মিলল এদিন। এদের মধ্যে তিন জন মুম্বইয়ের বাসিন্দা। বৃহন্মুম্বই পুরসভার সূত্রে খবর, এরা তানজানিয়া, ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকা- নাইরোবি থেকে ভারতে ফিরেছিলেন । ধারাভিতেও ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল। শুক্রবার বৃহন্মুম্বই পুরসভার তরফে জানান হয়েছে, ধারাভির এক বাসিন্দা সেভেন হিলস হাসপাতালে ভর্তি। তাঁর শরীরের ওমিক্রনের হদিস মিলেছে। ওই ব্যক্তি সম্প্রতি তানজানিয়া থেকে ফিরেছিলেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, শুক্রবারই গুজরাট থেকে আরও দুই বাসিন্দার Omicron রিপোর্ট পজিটিভের খবর আসে।