বিনোদন

টনিকের গ্র্যান্ড মিউজিক লঞ্চে চাঁদের হাট

বেশ কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল শীতে মুক্তি পাবে ‘টনিক’। কিন্তু গত ১৫ নভেম্বর সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আগামী ছবি ‘টনিক’-এর মুক্তির তারিখ ঘোষণা করেন দেব। গত ২৪ নভেম্বর, সকালেই দর্শকদের ‘টনিক’-এর প্রথম ডোজের ব্যবস্থা করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। ছবি মুক্তি পাচ্ছে বড়দিনে, ২৪

ডিসেম্বর। আজ রাতে সাউথ সিটি মলে মিউজিক লঞ্চ হল টনিকের। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া। ‘টনিক’ দর্শকদের জন্য নিয়ে আসবে ছোট বড় সকলের ইচ্ছে পূরণের গল্প। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ সেন। প্রযোজনা করছেন বেঙ্গল টকিজ, সহ প্রযোজনা করছে দেব

এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই টনিকের টাইটেল ট্র্যাকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এদিনের মিউজিক লঞ্চে উপস্থিত ছেলেন জিৎ গঙ্গোপাধ্যায় , নচিকেতা চক্রবর্তী, দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।  আগামী ২৪ ডিসেম্বর টনিক দর্শকদের মনে কতটা কার্যকরী হয় সেটাই দেখার।

https://www.facebook.com/IamTheDev/videos/2783588485276903