দেশ

ফের নতুন ৩ ওমিক্রন আক্রান্তের খোঁজ, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৮

সকালে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল ৩৫। কয়েকঘণ্টার মধ্যেই পাল্টে গেল চেহারা। নতুন করে দেশে ৩ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মেলায় সংখ্যাটি বেড়ে হল ৩৮। নতুন করে কেরলে প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এ ছাড়া মহারাষ্ট্রের নাগপুরে পাওয়া গিয়েছে ওই শহরের প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান। কর্ণাটকেও নতুন করে এক ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে বলে খবর।কেরলে প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান মেলে রবিবার। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গত ৬ ডিসেম্বর ব্রিটেন থেকে কোচি ফিরেছিলেন  আক্রান্ত। গত ৮ ডিসেম্বর তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য দিয়েছেন। কেরলে নতুন করে মোট ৩ হাজার ৭৭৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। শেষ ২৪ ঘণ্টার এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগের। এ ছাড়াও নাগপুরে নতুন করে এক ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। রবিবার সেই আক্রান্তের খোঁজ মিলেছে। মিউনিসিপ্যাল কমিশনার জানিয়েছেন, ৪০ বছরের এক ব্যক্তির শরীরে ওমিক্রনের সংক্রমণ পাওয়া গিয়েছে। যদিও তাঁর বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস আছে কি না, তা এখনও স্পষ্ট নয়।