জেলা

বর্ধমান পৌরসভার নয়া প্রশাসক মমতাজ সংঘমিতা

বর্ধমান পৌরসভায় নয়া প্রশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিতা ৷ এর পাশাপাশি এখন তিনি রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন । মঙ্গলবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বর্ধমান পৌরসভার নতুন প্রশাসক হিসেবে মমতাজ সংঘমিতার নাম ঘোষণা করা হয়েছে । গত সপ্তাহে একটা বেসরকারি অর্থলগ্নি সংস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগে বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই । সিবিআই সূত্রে খবর, প্রণব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৯০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে । প্রথমে তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হলে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত । এরপর সোমবার ফের আদালতে তোলা হলে তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত । এরপরেই পৌরসভায় নতুন প্রশাসককে হবেন তা নিয়ে শুরু হয় জল্পনা ।  জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রশাসক হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ায় খুশি প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিতা ।