‘কোভিডে ঝুঁকিপ্রবণ’ তালিকায় নাম থাকা দেশগুলি থেকে আসা যাত্রীদের জন্য আরটিপিসিআর টেস্ট আগেই বাধ্যতামূলক করেছিল সরকার। এবার তাঁদের জন্য কলকাতা সহ দেশের ছ’টি বিমানবন্দরে ওই পরীক্ষার অগ্রিম বুকিং বাধ্যতামূলক করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আগামী ২০ ডিসেম্বর থেকে তা কার্যকর হচ্ছে। মঙ্গলবার এ বিষয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঝুঁকিপ্রবণ দেশ থেকে সরাসরি আসা অথবা শেষ ১৪ দিনের মধ্যে ওই দেশগুলিতে যাওয়া যাত্রীরা যাতে বাধ্যতামূলকভাবে আরটিপিসিআর টেস্ট করাতে পারে, সেজন্য এয়ার সুবিধা পোর্টালে বদল আনা হচ্ছে। সংশ্লিষ্ট বিমানবন্দরের ওয়েবসাইটের লিঙ্কও ওই পোর্টালে দেওয়া হবে। এর ফলে সেল্ফ ডিক্লারেশন ফর্ম পূরণ করার সময় যাত্রীরা তা দেখতে পাবেন। কলকাতা ছাড়াও বিমানবন্দরের তালিকায় নাম রয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের।
As per GoI circular dated Dec 14, 2021, international passengers arriving from or having visited 'Countries at Risk' must pre-book their #RTPCR test. This will come into effect on Dec 20, 2021. #BLRAirport @MoCA_GoI @DHFWKA #Staysafe #Travelsafe @JM_Scindia pic.twitter.com/KZpGJ8YJG1
— BLR Airport (@BLRAirport) December 14, 2021