কলকাতা

আগামী ১৭ জানুয়ারি গোয়ায় অভিষেক, চূড়ান্ত হবে প্রার্থী তালিকা

করোনার সংক্রমণের গ্রাফ বাড়তে থাকায় গত রবিবার গোয়া যাওয়া থেকে বিরত থাকেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সামনেই গোয়ায় বিধানসভা নির্বাচন, আর তৃণমূলের তরফে এখনও সেরাজ্যে চূড়ান্ত হয়নি প্রার্থী তালিকা। তাই আর দেরী না করে আগামী ১৭ জানুয়ারি গোয়া সফরে যাবেন সর্বভারতীয় তৃণমূলে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেদিনই গোয়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সাংসদ অভিষেকের উপস্থিতিতেই চূড়ান্ত হবে বিধানসভা ভোটে বিধায়ক পদে প্রার্থীদের নাম। একুশের নির্বাচনের পর ভিন রাজ্যে শাখাপ্রশাখা বিস্তারের জন্য উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। যার মধ্যে ত্রিপুরা, গোয়া ও হরিয়ানাতে বেশি জোর দিচ্ছে তৃণমূল। অভিষেকের পাখির চোখ পশ্চিম ভারতের সমুদ্র সৈকত রাজ্য গোয়া। তাই সেই রাজ্যে একাধিকবার সফরে গিয়েছেন অভিষেক। তৃণমূল নিজের ঝুলিতে তুলেছেন সেখানকার প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল ও লুইজিনহো ফালেরিও, সহ একাধিক কংগ্রেস বিধায়ক ও নেতাদের। আবার নাফিসা আলি, অ্যালবিটো ও লিয়েন্ডার পেজের মত তারকারাও যোগ দিয়েছেন তৃণমূলে। তাই গোয়া নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়াতে ভোট। সেই তারিখকে লক্ষ্য রেখেই ইতিমধ্যে বিধি মেনে প্রচার শুরু করেছে তৃণমূল। মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, জহর সরকারদের নেতৃত্বে ময়দানে নেমে সমুদ্র সৈকতে প্রচার করছে ঘাসফুল শিবির। গোয়াকে টার্গেট করেই তিনদিন আগে প্রকাশ্যে এসেছে নতুন থিম সং। এবার ১৭ জানুয়ারি গোয়া সফরে গিয়ে বিধানসভা ভোটে লড়াইয়ের সুর বেঁধে দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।