গরুপাচার কাণ্ডে এবার অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দিল সিবিআই। ১৫ ফেব্রুয়ারি তাঁকে ডেকে পাঠানো হয়েছে নিজাম প্যালেসে ৷ ওই একই দিনে অভিনেতা-সাংসদ দেবকেও একই মামলায় ডেকে পাঠানো হয়েছে ৷ গতকালই গরুপাচার কাণ্ডে নাম উঠে এসেছে দেবের । আগামী ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে অভিনেতা-সাংসদকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই দিনই ফের বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকেও তলব করা হল ৷ এর আগেও ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রতকে ডেকে পাঠিয়েছিল সিবিআই ৷ তিনি যাননি ৷ এবার যাবেন কি না, তা এখনও জানা যায়নি ৷