জেলা

অবশেষে খাঁচাবন্দি কুলতলির বাঘিনী

অবশেষে খাঁচাবন্দি হল দক্ষিণ রায়। কুলতলি ব্লকের দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পেটকুল চাঁদ ও সাবুর আলি কাঁটা এই দুই জায়গার মধ্যবর্তী ম্যানগ্রোভের বাদাবনে পায়ের ছাপ দেখতে পেয়েছিল স্থানীয় মানুষজন ৷ এরপর বন দফতরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত কুলতলি বিটের বনকর্মীরা বাঘের পায়ের ছাপ অনুসন্ধান করতেই বাঘের সাক্ষাৎ মেলে ৷ সেই কারণেই কোনওরকম ঝুঁকি নেয়নি বনকর্মীরা ৷ ঘটনাস্থলে পৌঁছে বন দফতরের এডিএফও অনুরাগ চৌধুরীর নির্দেশে বাঘটি যেখানে ঘাপটি মেরে ছিল সেই এলাকায় নাইলনের জালের সঙ্গে স্টিলের জাল দিয়ে ঘিরে ফেলা হয় ৷ সন্ধেয় সেখানে পাতা হয় একটি লোহার খাঁচা ৷ তার মধ্যে ছাগলের টোপও দেওয়া হয় ৷ আর তাতেই বাজিমাত ৷ ভোর ৩টে নাগাদ সেই ছাগলের লোভেই বন দফতরের পাতা ফাঁদে পা দিয়ে বসে ধূর্ত  বাঘিনী ৷ তারপর কানফাটা হুঙ্কারের আওয়াজ আসতেই বনকর্মীরা নিশ্চিত হয় অবশেষে বন্দি হয়েছে ৷ এরপর, দ্রুত সেই খাঁচা-সহ  বাঘিনীটিকে নিয়ে বন দফতরের বোটে চাপিয়ে রওনা দেওয়া হয় সুন্দরবন বন দফতরের বনি ক্যাম্পের দিকে ৷ বন দপ্তরের প্রাথমিক অনুমান, তার বয়স ৫ থেকে ৬ বছর।