একটাই পদ সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপাতত বাকি সব পদের অবলুপ্তি!
সাংগঠনিক নির্বাচনের ১০ দিনের মাথাতেই শনিবার বিকালে ঘোষিত হলো তৃণমূল কংগ্রেসের নতুন জাতীয় কর্মসমিতির ২০ সদস্যের নাম। কালীঘাটের বৈঠকের পর তৃণমূলের নতুন কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করলেন দলের বর্ষীয়ান নেতা পার্থ চট্টোপাধ্যায়। দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কর্মসমিতি রয়েছেন মোট ২০ জন। কমিটিতে যেমন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তেমনই রাখা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। দলের বর্ষীয়ান নেতাদের পাশাপাশি জেলার একাধিক নেতাকেও দলের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হয়েছে। একইসঙ্গে দলের সভানেত্রীর পদ ছাড়া বাকি সব পদের অবলুপ্তি ঘটানো হয়েছে। গত কয়েকদিন ধরেই পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে দলের অন্দরের ক্ষোভ যেভাবে প্রকট হয়েছে তাতে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। এমনকী এক ব্যক্তি এক পদ চালুর দাবিতে সোশ্যাল মিডিয়ায় দলের তরুণ প্রজন্মের নেতা-নেত্রীদের লাগাতার প্রচারেও বিড়ম্বনায় পড়তে হয়েছে। কিছুটা হলেও ভুল বার্তা যাচ্ছিল সাধারণ মানুষের কাছে। পরিস্থিতি সামলাতে এদিন দলের শীর্ষ নেতাদের সঙ্গে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেন তৃণমূল
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘন্টাখানেক ধরে বৈঠক চলে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আজকের বৈঠকে দলের নতুন জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম চূড়ান্ত করেছেন নেত্রী। জাতীয় কর্মসমিতি গঠন সম্পূর্ণ হওয়ার পরে নির্বাচন কমিশনের কাছে জানিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র, যশোবন্ত সিনহা, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষদস্তিদার, সুখেন্দুশেখর রায়, অনুব্রত মণ্ডল, গৌতম দেব, জ্যোতিপ্রিয় মল্লিক, বুলুচিক বরাইক, রাজেশ ত্রিপাঠী, অসীমা পাত্র ও মলয় ঘটক। জাতীয় কর্মসমিতির সভানেত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বাকি পদাধিকারীদের নাম পরে ঘোষণা করা হবে।’ এদিন বিরোধীদের প্ররোচনা উপেক্ষা করে বিধাননগর সহ চার পুরনিগমের ভোটে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে, তার জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান পার্থ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানান, দলের সভানেত্রী ছাড়া সব পদের অবলুপ্তি ঘটানো হয়েছে। নতুন পদাধিকারীদের বেছে নেওয়ার দায়িত্ব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছেড়ে দেওয়া হয়েছে।
তৃণমূলের ওয়ার্কিং কমিটির সদস্যরা তালিকা:
মমতা বন্দ্যোপাধ্যায়
অমিত মিত্র
পার্থ চট্টোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুব্রত বক্সী
অভিষেক বন্দ্যোপাধ্যায়
বুলুচিক বরাইক
চন্দ্রিমা ভট্টাচার্য
কাকলি ঘোষ দস্তিদার
সুখেন্দু শেখর রায়
জ্যোতিপ্রিয় মল্লিক
অসীমা পাত্র
রাজেশ ত্রিপাঠী
গৌতম দেব
মলয় ঘটক
অনুব্রত মণ্ডল
অরূপ বিশ্বাস
ফিরহাদ হাকিম
শোভনদেব চট্টোপাধ্যায়
যশবন্ত সিনহা