দেশ বিবিধ

১২ থেকে ১৮ বছর বয়সিদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য করবিভ্যাক্সকে ছাড়পত্র 

১২ থেকে ১৮বছর বয়সিদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে পরিমিত রূপে ব্যবহারের জন্য আরও একটি কোভিড টিকাকে অনুমোদন দেওয়ার প্রস্তাব দিল দেশের কেন্দ্রীয় ড্রাগ অথরিটির বিশেষজ্ঞ প্যানেল ৷ প্রস্তাব করা হয়েছে বায়োলজিক্যাল ই-র কোভিড টিকা করবিভ্যাক্সকে ৷ ১৫ বছরের নিচে শিশুদের এখনও টিকাকরণের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার ৷ নীতি আয়োগের সদস্য ভিকে পল সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, টিকাকরণ কর্মসূচিতে জনসংখ্যার আরও বেশি সংখ্যক নাগরিককে অন্তর্ভুক্ত করা যায় কি না, তা নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা চলছে ৷ গত ২৮ ডিসেম্বর জরুরি ভিত্তিতে পরিমিত রূপে প্রাপ্তবয়স্কদের উপর ব্যবহারের জন্য করবিভ্যাক্সকে অনুমোদন দিয়েছিল ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া ৷ তবে দেশের টিকাকরণ অভিযানে এই টিকাকে অন্তর্ভুক্ত করা হয়নি ৷