১২ থেকে ১৮বছর বয়সিদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে পরিমিত রূপে ব্যবহারের জন্য আরও একটি কোভিড টিকাকে অনুমোদন দেওয়ার প্রস্তাব দিল দেশের কেন্দ্রীয় ড্রাগ অথরিটির বিশেষজ্ঞ প্যানেল ৷ প্রস্তাব করা হয়েছে বায়োলজিক্যাল ই-র কোভিড টিকা করবিভ্যাক্সকে ৷ ১৫ বছরের নিচে শিশুদের এখনও টিকাকরণের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার ৷ নীতি আয়োগের সদস্য ভিকে পল সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, টিকাকরণ কর্মসূচিতে জনসংখ্যার আরও বেশি সংখ্যক নাগরিককে অন্তর্ভুক্ত করা যায় কি না, তা নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা চলছে ৷ গত ২৮ ডিসেম্বর জরুরি ভিত্তিতে পরিমিত রূপে প্রাপ্তবয়স্কদের উপর ব্যবহারের জন্য করবিভ্যাক্সকে অনুমোদন দিয়েছিল ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া ৷ তবে দেশের টিকাকরণ অভিযানে এই টিকাকে অন্তর্ভুক্ত করা হয়নি ৷