খেলা

টি-২০ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া

সূর্যকুমার যাদবের পরাক্রমশালী ব্যাটিং, সঙ্গে বোলারদের যোগ্য সহযোগিতা ৷ দু’য়ে মিলে ইডেনে তৃতীয় টি-২০তেও কায়রন পোলার্ডের দলকে হারাল টিম ইন্ডিয়া ৷ যার অর্থ, ভারত সফরে ওয়ান-ডে সিরিজের পর টি-২০ সিরিজেও চুনকাম হল ক্যারিবিয়ানরা ৷ এদিন ভারত জিতল ১৭ রানে ৷ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতে নিল ৩-০ ফলাফলে। রবিবার প্রথমে ব্যাট করে ভারত করেছিল ৫ উইকেটে ১৮৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ৯ উইকেটে ১৬৭ রানে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ ভারত জিতল ১৭ রানে।  দাপট দেখালেন ভারতীয় বোলাররা। দীপক চাহার ও ভেঙ্কটেশ আইয়ার ২টি করে উইকেট নেন। হর্ষল প্যাটেল নেন ৩টি উইকেট। ২টি উইকেট নেন শার্দূল ঠাকুর।   ভারতের পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারায় ক্যারিবিয়ানরা। দীপক চাহারের বলে ঠকে যান কাইল মায়ার্স (৬)। ঈশান কিষান উইকেটের পিছনে তাঁর ক্যাচটি ধরেন। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ৬। চাহার আবার ধাক্কা দেন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। এবার চাহারের বলে ফেরেন শাই হোপ (৮)। ক্যারিবিয়ানরা ২৬ রানে দ্বিতীয় উইকেটটি হারায়। দীপক চাহার বল হাতে তখন ছন্দে। কিন্তু আচমকাই চোট পেয়ে উঠে যেতে হয় তাঁকে। ফলে যে কামড় তিনি শুরুতেই দিয়েছিলেন, তা কিছুটা হলেও শিথিল হয়ে যায়। শুরুর বিপর্যয় সামলে ইনিংস গড়ার কাজ করেন রোভম্যান পাওয়েল ও নিকোলাস পুরান। দু জনে ৪৭ রান জোড়েন। এই জুটি ভাঙেন হর্ষল প্যাটেল। পাওয়েলের (২৫) ক্যাচ ধরেন শার্দূল ঠাকুর। ক্যাচটি ধরার সময়ে শার্দূল ঠাকুর আগাগোড়া বলের দিকে তাকিয়েছিলেন। এক মুহূর্তের জন্যও বলের থেকে নজর সরাননি।  কায়রন পোলার্ড (৫) বড় ম্যাচের প্লেয়ার। আইপিএলে কঠিন মুহূর্তে বহুবার ম্যাচ জিতিয়েছেন। এদিন পোলার্ড নিজের উইকেট ছুঁড়ে দিলেন। ভেঙ্কটেশ আইয়ারকে মারতে গিয়ে রবি বিষ্ণোইয়ের হাতে ধরা পড়লেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। জ্যাসন হোল্ডারও (২) ভেঙ্কটেশ আইয়ারের শিকার। বেশিক্ষণ টিকতে পারেননি রস্টন চেজ (১২)। হর্ষল প্যাটেলের বলে বোল্ড হন তিনি। ভাঙনের মুখে লড়লেন কেবল নিকোলাস পুরান। ৬১ রানে ফিরলেন তিনি। শার্দূল ঠাকুরকে মারতে গিয়ে শূন্যে বল তুলে দেন। ঈশান কিষান তালুবন্দি করেন পুরানকে। ক্যাচটির জন্য তারিফ করতে হবে ঈশান কিষানকে। পুরানের লড়াই কাজে এল না ইডেনে। ক্রমশ বাড়ছিল আস্কিং রেট। সেই আস্কিং রান রেটের পাহাড় ডিঙিয়ে জেতা সম্ভব হয়নি ওয়েস্ট ইন্ডিজের। এদিন ভারত জিতল ১৭ রানে ৷