কলকাতা

গরু পাচার মামলায় ডিভিশন বেঞ্চে আপিল অনুব্রত মণ্ডলের

 গরু পাচার মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল অনুব্রত মণ্ডলের। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ করে দেন। এই নির্দেশে তিনি জানান, ‘সিবিআই কোনও ড্রাগন নয় যে অনুব্রত মণ্ডলকে গিলে নেবে’, সিবিআই পাঠানো সমনে তিনি হস্তক্ষেপ করবেন না ৷ এই মামলায় তাঁকে কোনও রক্ষাকবচও দেয়নি হাইকোর্ট। আজ সকালে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় অনুব্রত মণ্ডলের তরফে ৷ প্রধান বিচারপতি আগামী বুধবার বিষয়টি শুনবেন বলে জানিয়েছেন ৷ উল্লেখ্য ১৫ মার্চ অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সমন পাঠিয়েছিল সিবিআই ৷ এর আগে ২৭ এপ্রিল ২০২১-এ তাঁকে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তারপর সিবিআই চুপচাপ ছিল। তারপর ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও সমন পাঠানো হয়েছিল তাঁকে। কোনওবারই সিবিআইয়ের মুখোমুখি হননি কেষ্ট ৷ গরু পাচার মামলায় সিবিআই তাঁকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়ায় হাইকোর্টের শরণাপন্ন হন অনুব্রত ৷ সিঙ্গল বেঞ্চ তাঁকে ফেরালে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি ৷ এখন দেখার, ডিভিশন বেঞ্চ অনুব্রতকে কোনও স্বস্তি দিতে পারে কি না ৷