কলকাতা

কৃষক দিবসে শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

আজ ১৪ মার্চ কৃষক দিবস। এই দিনের কথা মাথায় রেখেই টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ২০০৭ সালে পুলিসের গুলিতে নিহত নন্দীগ্রামের নিরপরাধ কিন্তু সাহসী গ্রামবাসীদের স্মরণে এবং দেশ ও বিশ্বের অন্যান্য কৃষকদের উৎসর্গ করে প্রতি বছর আমরা ১৪ মার্চকে কৃষক দিবস হিসেবে পালন করি। কৃষকরা আমাদের গর্ব। বর্ধিত উৎপাদন, উৎপাদিত পণ্যের বাজার জাতকরণ, ন্যায্যমূল্যে সরকারী ক্রয়, শস্য বীমা, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির জন্য আর্থিক সহায়তা, পেনশন ও অকালমৃত্যু সহায়তার জন্য আমরা তাদের সব ধরনের সহায়তা প্রদান করছি। আজ পশ্চিমবঙ্গ দেশের কৃষি উৎপাদনে শীর্ষে রয়েছে। আমাদের কৃষকদের আয় বেড়েছে তিন গুণেরও বেশি। কৃষক দিবসে আমার সকল কৃষক ভাই বোন এবং তাদের পরিবারের সদস্যদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।